প্রতারণার কাজে ব্যবহৃত স্বর্ণের বার সদৃশ বস্তুসহ তাদের গ্রেফতার করে পুলিশ। ছবি সংগৃহীত।
স্বর্ণের বার সদৃশ বস্তু ও বারের সঙ্গে থাকা চিঠি দেখিয়ে প্রতারণার সময় চারজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) বিকালে বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কাউনিয়া এলাকার কাউনিয়া মড়ক খোলার পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার কুট্টি শিকদারের ছেলে বেল্লাল শিকদার (২৯), উত্তর কাউনিয়া পাসপোর্ট গলি এলাকার জয়নাল খানের ছেলে মিজানুর রহমান টেনু (৪৫), জেলার আগৈলঝাড়া থানাধীন রত্নপুর ইউনিয়নের নাগর এলাকার মাহেন্দ্রনাথ বল্লভের ছেলে অপু ওরফে মঙ্গল বল্লভ (৪৫) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন বলইবুনিয়া এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার (৪৫)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ জানান, প্রতারক চক্রটি ‘স্বর্ণের বার সাদৃশ্য বস্তু এবং বারের সাথে থাকা চিঠি’ দেখিয়ে সহজ সরল মানুষদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এরা বেশিরভাগ সময় রিকশা চালকবেশে যাত্রীদের সঙ্গে এমন প্রতারণা করে আসছে। এ ধরনের বেশ কিছু অভিযোগ পাওয়ার শুক্রবার অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় প্রতারণা করে আত্মসাৎ করা একটি মোবাইল ফোন, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও স্বর্ণের সদৃশ বস্তু।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে