আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তা নিয়ন্ত্রণে আনছে। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বাসটিতে কীভাবে আগুন লাগলো সে বিষয়েও সুনির্দিষ্ট কোন তথ্য জানা যায়নি। কোন হতাহতের খবরও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় বাসে কেউ ছিল না। বাসটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল।
শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঈগল পরিবহনের এই বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আশরাফ সংবাদমাধ্যমকে বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, সেটি জানা যায়নি। কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।