দীর্ঘ ১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জাফর ইয়ারবকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৮ জুলাই) রাতে জয়পুরহাট সদর থানার পুরানপৈল থেকে তাকে গ্রেফতার করা হয়। জাফর সদর উপজেলার পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানায়, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢোকে। ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ১৯ জুন আদালত দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। তিন জনই পলাতক থাকলেও শুক্রবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জাফর ইয়ারবকে গ্রেফতার করে র্যাব।