মধ্যাহ্নভোজে অংশ নেন প্রায় ১২ হাজার ভ্যান ও রিকশা শ্রমিক। ছবি
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে ১২ হাজার ভ্যান ও রিকশা শ্রমিকদের জন্য ৬৫ মণ চাল ও ৮০ মণ মহিষের মাংস দিয়ে খাবারের আয়োজন করা হয়। রান্নায় ১৪৫ জন বাবুর্চি অংশগ্রহণ করেন।
শনিবার (২৯ জুলাই) দুপুরে এ খাবারের আয়োজন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
১২ হাজার শ্রমিকের সঙ্গে বসে দুপুরের খাবার খান তিনি। খাওয়া শেষে প্রত্যেকের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। সংসদ সদস্যের এমন আতিথেয়তায় খুশি ভ্যান-রিকশা শ্রমিকরা।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজাউল হক রেজা ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ।
সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেন, খেটে খাওয়া মানুষের প্রতি সম্মান জানাতে এমন আয়োজন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন সম্পর্কে এই রিকশা-ভ্যান শ্রমিকদের অবহিত করা হয়েছে। এই সরকারের আমলে শ্রমিকরা যতটা ভালো আছেন বিএনপি সরকারের আমলে তারা ততটাই কষ্টে ছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। তাই আজকে শ্রমিকদের জন্য আমরা এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করেছি। তাদের মধ্যে গাছের চারা বিতরণ করেছি। ভবিষ্যতে অন্য পেশাজীবীদের নিয়ে এমন আয়োজন করা হবে।