সামাজিক অনুষ্ঠানের প্যান্ডেলের প্রধান ফটকের ওপরে চোখে পড়ে ‘কোন প্রকার উপহারই গ্রহণযোগ্য নহে, ….. ’ লেখা ব্যানারটি । ছবি: সংগৃহীত
একুশ শতকের এ লগ্নে বিয়ে কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানই রূপ নেয় উপহার দেয়ার বাণিজ্যিক ধারায়। এমন রীতির বাইরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী এক অনুষ্ঠানের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সুধীমহলসহ সাধারণ মানুষের।
সম্প্রতি জেলায় বাঞ্ছারামপুরের বুধাইরকান্দি গ্রামে এক সুন্নতে খাৎনা অনুষ্ঠানে দেখা যায় এমন ব্যতিক্রমী এক রীতি। প্রবেশ দ্বারে ব্যানারে লেখা: ‘কোন প্রকার উপহারই গ্রহণযোগ্য নহে, আপনার উপস্থিতিতেই এই অনুষ্ঠান ধন্য।’
এ রীতিকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেন: ‘আয়োজকদের জন্য অফুরন্ত ভালোবাসা’।
এ পোস্টের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে যোগাযোগমাধ্যমে। প্রশংনীয় উদ্যোগ বলে মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।
কবির খা নামে একজন লিখেন: এ ভালো উদ্যোগটি সামাজিকভাবে ছড়িয়ে পড়ুক।
আফনান ইয়ামিন খান নামে এক ব্যক্তি লিখেন: এ কাজটি মানবিক মূল্যবোধের চলমান অবক্ষয়ের বিরুদ্ধে বড় ধরনের চপেটাঘাত।
মামুন ধ্রুব নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন: অনুষ্ঠানের নামে বাণিজ্যিক আয়োজন না করে আয়োজকরা মাহার্ত্য প্রকাশ করেছেন।
আয়োজকরা জানান, দীর্ঘদিন থেকেই বেশকিছু প্রথা চলছে সমাজে, এটাই মোক্ষম সময় সামাজিক রীতিকে আর একটু সহজ করার। এ আয়োজনের মাধ্যমে সমাজে যে একটি বার্তা পৌঁছেছে, এটিই ভাল লাগার বিষয়।
স্থানীয় সুধীজন কবির হুমায়ুন বলেন, ‘সমাজের জন্য এটি অবশ্যই ইতিবাচক একটি পরিবর্তন। এমন কিছুর প্রচার-প্রচারণা সমাজে বেশ ভালো দৃষ্টিভঙ্গি তৈরি করবে। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক সব আয়োজনে।’