কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মো. সলিম (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসার সন্ত্রাসীরা এই ঘটনা সংগঠিত করেছে বলে দাবি করছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাত ১০টায় উখিয়ার ২ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিম ৭ নম্বর ক্যাম্পের মো. নজির হোছেনের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাত ১০টায় আরসা সন্ত্রাসীরা মো. সলিমকে গুলি করে ফেলে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এম এস এফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।