সিদ্দিকুল্লাহ অটল। ছবি : সংগৃহীত
এক সময়ে ক্রিকেট ভক্তদের মুখে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের ছয় ছক্কার প্রশংসা শোনা যেত। তার আগে অবশ্য এ রেকর্ড রবি শাস্ত্রী ও হার্শেল গিবসসহ আরও অনেকের দখলে ছিল। আর ২০২৩ সালে এসে যেন সবাইকে ছাড়িয়ে গেলেন আফগানিস্তানের সিদ্দিকুল্লাহ অটল।
শনিবার (২৯ জুলাই) আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় শাহিন হান্টার্স ও আবাসিন ডিফেন্ডার্স। ম্যাচটিতে সিদ্দিকুল্লাহ অটলের দল শাহিন হান্টার্স ৯২ রানে জয় পায়, যেখানে বাঁহাতি ব্যাটসম্যান সিদ্দিকুল্লাহ এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন।
বিভিন্ন টুর্নামেন্টে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো পাঁচ ক্রিকেটার। ছবি : সংগৃহীত
ম্যাচটিতে ১৯তম ওভারে বোলিংয়ে আসেন স্পিনার আমির জাজাই। প্রথমটিই নো বল করেন আমির। সে বলে ছক্কা মারেন ব্যাটসম্যান সিদ্দিকুল্লাহ। পরের বলটি ওয়াইড করেন জাজাই। সেটি উইকেটরক্ষককে ফাঁকি দিয়ে বাউন্ডারি সীমানা স্পর্শ করে। তাতে ওই ওভারে শূন্য বলে অতিরিক্ত ১২ রান আসে। এরপরের ছয় বলেই ছক্কা হাঁকান সিদ্দিকুল্লাহ। মোট ৭ ছক্কা ও ১ চারে ওই ওভারে রান আসে ৪৮! এর আগে ঋতুরাজ গায়কওয়ারও এক ওভারে ৭ ছক্কার রেকর্ড গড়েছিলেন। এবার সেখানে নাম লেখালেন এই আফগান ব্যাটার।
এটিই এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান। এদিকে এই এক ওভারে ৭ ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন সিদ্দিকুল্লাহ। এ ওভারের আগে তিনি ৪৩ বলে ৭১ রানে খেলছিলেন। ওভার শেষে তার রান দাঁড়ায় ৪৯ বলে ১১৩! শেষ পর্যন্ত তিনি ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন।