বাংলাদেশ কৃষক লীগের লোগো। ছবি: সংগৃহীত
শনিবার রাজধানীর কয়েকটি প্রবেশমুখে বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ কৃষক লীগ।
মিছিলটি রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় শুরু হয়ে জিরো পয়েন্ট, ফুলবাড়িয়া মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে আওয়ামী লীগ। বিএনপি জামায়াত শনিবার যে অগ্নিসন্ত্রাস করেছে তা যাতে তারা আর করতে না পারে সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে বলে জানান বক্তারা।
সংক্ষিপ্ত পথসভা ও মিছিলে কৃষকলীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন। যে কোনো মূল্যে জনগণের জানমাল রক্ষার স্বার্থে শান্তির পক্ষে আওয়ামী লীগ অতীতরও ছিলো, বর্তমানেই আছে এবং আগামীতেও থাকবে বলে উল্লেখ করেন তারা।