বিএনপির হামলায় যুবলীগ কর্মীর কব্জি বিচ্ছিন্ন, এখন হাসপাতালের বিছানায়
হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার যুবলীগ কর্মী মুহিবুর রহমান নয়ন। শনিবার রাজধানীর উত্তরায় দলের শান্তি সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে তার হাতের কব্জি কেটে ফেলার পাশাপাশি তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নয়ন।
সরকার পতনের লক্ষ্যে শনিবার রাজধানীর প্রবেশদ্বারগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এর প্রতিবাদে দিনভর রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের।
উত্তরাতে হামলার শিকার হয় দলের অসংখ্য নেতাকর্মী। এর মধ্যে যুবলীগ কর্মী নয়নের হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে দেয় তারা। এখন তার জায়গা হয়েছে হাসপাতালের বিছানায়।
এ ঘটনায় নয়নের দেখভাল করতে হাসপাতালে দিনরাত পড়ে আছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও স্বজনরা। তারা এ ঘটনার কঠোর বিচার দাবি করেন। এ সময় তার চিকিৎসার অগ্রগতি জানান চিকিৎসকরা।
ঘটনার পর নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান। তিনি জানান, আর কোনো নেতাকর্মীর উপর এভাবে হামলা চালালে বসে থাকবে না আওয়ামী লীগ। রাজপথেই তাদেরকে প্রতিহত করা হবে।
২৮ বছর বয়সী নয়ন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৭ নম্বর ওয়ার্ডের একজন কর্মী। তিনি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।