গ্রিন কার্ড। ছবি: সংগৃহীত
মার্কিন নাগরিকত্ব পেতে প্রয়োজন গ্রিন কার্ড। আর তার জন্য মার্কিন সরকারের কাছে ভারতীয়দের যে পরিমাণ আবেদন জমা পড়েছে, তা খতিয়ে দেখতে সময় লাগবে প্রায় ১৯৫ বছর! অবশ্য এ সমস্যা দ্রুত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধ জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
এনডিটিভিসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য প্রচুর ভারতীয় আবেদন জানিয়েছেন। যে পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে তা বিবেচনা করে দেখতে প্রায় ২০০ বছর সময় লেগে যাবে। এই আশঙ্কায় প্রেসিডেন্ট বাইডেনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চাকরিসূত্রে প্রচুর ভারতীয়র বাস। দীর্ঘদিন তারা অপেক্ষা করছেন নাগরিকত্ব লাভের জন্য। তাদের সমস্যার সমাধান করতেই উদ্যোগী হয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা।
এ বিষয়ে মার্কিন কংগ্রেস সদস্য ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি বলেছেন, ‘সবাই মিলে প্রেসিডেন্ট বাইডেনের কাছে অনুরোধ জানিয়ে গর্ববোধ করছি। তিনি যদি এই বিষয়ে হস্তক্ষেপ করেন তাহলে সমস্যার সমাধান হতে পারে। লালফিতের জটে অভিবাসন প্রক্রিয়ায় দেরি হচ্ছে। এতে সমস্যায় পড়তে হয়েছে অনেক পরিবারকে।’
উল্লেখ্য, রাজা কৃষ্ণমূর্তি ও তার সহযোগীরা মিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ডের নিরাপত্তা সচিব আলহান্ড্রো মায়রকাসের কাছে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন।
তাদের অনুরোধ, চাকরিসূত্রে যেসব ভারতীয় মার্কিন ভিসা পেয়েছেন, তাদের ক্ষেত্রে যেন দ্রুত পদক্ষেপ নেয়া হয়। প্রয়োজনে প্রেসিডেন্ট বাইডেনকে তার বিশেষ ক্ষমতা প্রয়োগেরও অনুরোধ জানিয়েছেন তারা।