বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
এক মাস বাকি রয়েছে এশিয়া কাপের। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। পরে ঘোষণা করা হবে দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
রোববার (৩০ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সে সময়ে তিনি এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প সম্পর্কে জানান।
মিনহাজুল আবেদীন বলেন, সোমবার থেকে ৩২ জন খেলোয়াড়কে নিয়ে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। এরপরে ৩ আগস্ট ইয়ো ইয়ো টেস্ট হবে। সবকিছু শেষ হলে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটি দল ঘোষণার পরিকল্পনা রয়েছে। তারপরে অনুশীলন শুরু হবে ৮ আগস্ট থেকে।
বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেন, দীর্ঘদিন বিরতিতে রয়েছে ক্রিকেটাররা। সেজন্য তাদের ফিটনেস পরীক্ষার দরকার রয়েছে।
তামিম ইকবালের বিষয়ে তিনি বলেন,
আমরা আশা করছি তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। এখনও মেডিকেল থেকে আমরা আপডেট পাইনি। দল তৈরির আগে ভালো খবর পাবো বলে আশা করছি।
এ দিকে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের ডাক পাওয়ার বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, তারা ভালো খেলছে বলে কদর বেড়েছে। ভালো পারফরম্যান্সের কারণে সেখানে ডাক পাচ্ছে। বিষয়টি আমাদের ক্রিকেটের জন্য ভালো দিক। বিপিএলে ভালো করতে পারলে আরও অনেকেই বিভিন্ন দেশের টুর্নামেন্টে ডাক পাবে বলে আশা করি।