কক্সবাজার সদর উপজেলার সরকারি কলেজ গেইট এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ৯৫৫ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ সেলিম (৪১) এক মাদককারবারিকে আটক করেছে বিজিবি।
রোববার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার সরকারি কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মোহাম্মদ সেলিম চকরিয়া উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।
লে. কর্নেল সাইফুল ইসলাম বলেন, ‘রোববার সকালে কক্সবাজার শহরমুখী যাত্রীবাহী বাসযোগে মাদকের বড় একটি চালান পাচারের খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বিজিবি যৌথ অভিযান চালায়। একপর্যায়ে সন্দেহজনক একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে থামানো হয়। এসময় গাড়িতে থাকা জনৈক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়া তল্লাশি চালানো হয়। এ সময় লোকটির সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর পাওয়া যায় ১ কেজি ৯৫৫ গ্রাম হেরোইন।’
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।