ঢামেক (ফাইল ছবি)
রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. মানিক (৪৫) মিয়া নামে এক পরিবহন ব্যবসায়ী আহত হয়েছেন।
রোববার (৩০ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওই ব্যক্তির পাজরে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পরিবহন নেতা ইসমাইল হোসেন বাচ্চু জানান, তার পরিচিত মানিক। মানিকও পরিবহন নেতা ছিলেন। কর্ণফুলী গার্ডেন সিটির পাশে ট্রাফিক অফিস গলিতে একটি গোলাগুলির ঘটনা ঘটে। সেখান দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিলেন মানিক। তখনই গুলিবিদ্ধ হন।
মানিকের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকেন। তার বাবার নাম শফিকুর রহমান।