সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে কথা বলছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি একুশে বিডি।
সরকার খাবার খাইয়ে, ফল পাঠিয়ে নতুন নাটক মঞ্চস্থ করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
এ্যানি বলেন, আওয়ামী লীগের কাছে মানুষের ভোট নিরাপদ নয়। এর আগেও গ্রেফতার হয়েছি, আগেও ডিবিও অফিসে গিয়েছি, তখনতো খাবার পাঠান নাই। এখন পাঠাচ্ছেন কেন? আসলে এই সরকার নতুন নাটক মঞ্চস্থ করছে।
‘২৯ তারিখ পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে’, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশ কমিনশারের সঙ্গে আমরা ২৯ তারিখের বিষয়ে কথা বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবেও পুলিশের সঙ্গে কথা বলেছি। তবুও পুলিশ আমাদের ওপর হামলা করেছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
তিনি অভিযোগ করেন, ‘পুলিশ লীগ আমাদের আন্দোলনে হামলা করেছে লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতাকর্মীদের নির্বিচারে আঘাত করেছে।’
বিএনপি নেতাকর্মীদের ওপর পরিচালিত অত্যাচার-নিপীড়নের কথা উল্লেখ করে এ্যানি বলেন, আমরা কি গেল ১৫ বছরের হামলা, নির্যাতন ভুলে যাবো? সেলে ফাঁসির আসামির সঙ্গে আমাদের রেখেছেন, সেই দিনগুলো কি আমরা ভুলে যাবো, কখনো না। আপনাদের পতন অনিবার্য।
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এদিন ধোলাইখাল, যাত্রাবাড়ী ও গাবতলীতে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। এছাড়া যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত তিনটি বাসে আগুন দেয়া হয়। এছাড়া শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন ও একাধিক যানবাহন ভাঙচুরের অভিযোগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।