সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে কথা বলছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি একুশে বিডি।
তারেক জিয়ার বক্তব্য প্রচারে ডিএমপির নিষেধাজ্ঞার শর্তকে উড়িয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশের দেয়া শর্তকে তাচ্ছিল্য করে তিনি বলেন, ‘ইয়াকুবের বেটা বেকুব, শর্ত দিয়ে কাজ হয় না’
সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির জনসভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘পুলিশ যে চিঠি দিয়েছে তার মধ্যে একটি শর্ত সাজাপ্রাপ্ত কেউ মিটিংয়ে থাকতে পারবে না। তার মানে সারা দেশকে যিনি ঐক্যবদ্ধ করেছেন সেই তারেক রহমানের বক্তব্য সভায় প্রচার করা যাবে না। ইয়াকুবের বেটা বেকুব, শর্ত দিয়ে কাজ হয় না। তারেক জিয়ার কণ্ঠ সারা দেশে পৌঁছে গেছে। তারেক জিয়ার কণ্ঠ রোধ করা আর সম্ভব না এই দেশে।’
আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমালোচনা করে তিনি আরও বলেন, গয়েশ্বর চন্দ্রকে মাটিতে ফেলে শান্তির সমাবেশ করছেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে শান্তির সমাবেশ করছে আওয়ামী লীগ। ৭০০ টাকা কেজি মরিচ দিয়ে শান্তির সমাবেশ করছেন ওবায়দুল কাদের। আমাদের রক্ত দিয়ে হলেও আপনাদের এই শান্তি সমাবেশ আমরা প্রতিহত করবো।
তিনি বলেন, ‘জনতার ঢল কাকে দিয়ে আটকাবেন? এই ছাত্রলীগ, যুবলীগ দিয়ে? পুলিশ ছাড়া এই ছাত্রলীগ, যুবলীগ গাঙের জলে ভেসে যাবে। আর ওবায়দুল কাদের সবার আগে পালাবেন।’
২৯ জুলাইয়ের কর্মসূচি বিষয়ে তিনি বলেন, আমরা প্রেস ব্রিফিং করে বলেছিলাম কোথায় কোথায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান করবেন। কিন্তু পুলিশ কিছু না বলে প্রস্তুতি নিচ্ছিল। তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ সরকারই বানচাল হয়ে গেছে।
তিনি দাবি করেন, জণগণের মধ্যে আজকে আর জয় বাংলা নেই। জয় বাংলা বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করতে ফেটে পড়ছে।