বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমস সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ক্যাম্প। ছুটি কাটিয়ে সবাই ফিরলেও দেরিতে যোগ দেবেন সাবিনা খাতুন, সানজিদা আক্তার এবং আনাই মোগিনি।
মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ক্যাম্প। এশিয়ান গেমসে নিজেদের সর্বোচ্চ পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন খেলোয়াড়েরা।
এ দিকে দাবি পূরণ না হলে আর ক্যাম্পে ফিরবেন না, এমন হুমকি দিয়ে ছুটিতে যাওয়া কৃষ্ণা, মারিয়া মান্ডারা ফিরেছেন দলে। তারা কঠোর অবস্থান থেকে সরে এসে আসন্ন এশিয়ান গেমসের ক্যাম্পে যোগও দিয়েছেন।
তবে সেখানে আসেননি সাবিনা খাতুন। সাতক্ষীরায় একটি টুর্নামেন্ট আয়োজন করে সমালোচিত হয়েছিলেন তিনি। এছাড়া সানজিদা আপাতত যুক্ত হতে পারছেন না অসুস্থতার জন্য। আর আনাই মোগিনির রয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা।
এশিয়ান গেমসে কোচের দায়িত্বে দেয়া হয়েছে সাইফুল বারী টিটুকে। কিন্তু তার অন্তর্ভুক্তি এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত তাকে পাওয়া যাবে কি-না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে অনুশীলনে দেখা মিলবে টিটু-লিটু জুটিকেই।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কোচের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি। ফলে আমরা চূড়ান্ত করে কাউকে দিতে পারছি না। তবে সিনিয়র-জুনিয়র উভয় প্রশিক্ষণে দুইজনকে রাখা হয়েছে।’
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চীনে শুরু হবে এশিয়ান গেমস। নারী ফুটবল ইভেন্টে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভিয়েতনাম এবং এশিয়ার পাওয়ার হাউজ জাপান।