জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদী তীরবর্তী এলাকা থেকে কাগজে মোড়ানো কার্টনের ভেতর থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ক্ষেতলাল উপজেলার ইকরপাড়া এলাকা থেকে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অবৈধভাবে কেউ গর্ভপাত করে এখানে ফেলে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে তুলশীগঙ্গা নদীর পাশে কাগজে মোড়ানো কার্টনের ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধভাবে কেউ গর্ভপাত করে এখানে ফেলে গেছে। মরদেহ দুটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।