প্রতীকী ছবি।
রাজশাহীর বাগমারা উপজেলায় ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত মাইনুল ইসলাম ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়ার শহীদ সেকেন্দার মেমোরিয়াল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চানপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম একই এলাকার হঠাৎপাড়ার স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলেন। রোববার (৩০ জুলাই) রাতে মাইনুলকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন ওই নারী।
এ সময় উভয়ের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির বিষয়টি প্রতিবেশীরা টের পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে উভয়কে থানায় নিয়ে যায়। সোমবার (৩১ জুলাই) ওই নারী বাদী হয়ে মাইনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে মাইনুলকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে মাইনুলকে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।