আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ফাইল ছবি
অসাংবিধানিক পন্থায় কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
বুধবার (২ আগস্ট) বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা করে ১৪ দলের মুখপাত্র আমু আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে এক উঁচু স্থানে জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিগত নির্বাচনের মতো আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পক্ষে রায় দেবে।
ইবস্তারিত আসছে…