নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কর্মসূচি পালন করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নুর। অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নুরুল হক নুর ছাড়া আহত অন্যরা হলেন আবদুজ জাহেদ (২৫), তোফায়েল আহমেদ (২২), রাজিব শাহ (২৭), রাকিবুল হাসান (২৮), তাওহিদুল ইসলাম (২৮), মেহেদী হাসান (২৩), আকাশ চৌধুরি (২২), সাব্বির হোসেন (২৬), সাদ শিকদার (২৫) ও মো. ইউসুফ (২৩)। তারা সবাই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী।
ছাত্র অধিকারের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি দাবি করেন, মাদ্রাসাছাত্র রেজাউল করিম হত্যার বিচার এবং সুনামগঞ্জের হাওড় থেকে বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটকের প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ছিল। শাহবাগ থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে রাজু ভাস্কর্যের সামনে যান।
তিনি আরও বলেন, ‘টিএসসিতে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে গণধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অসংখ্য নেতাকর্মী আহত হন।’
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান ও জড়িতদের শাস্তি দাবি করেন।
এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের সবার অবস্থা আশঙ্কামুক্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে।