টেস্ট র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন জো রুট। ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন ধরেই ক্রিকেট থেকে দূরে আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। যার ফলে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষে থাকা এই তারকাকে ছুঁয়ে ফেলার সুযোগ পাচ্ছে অন্যরা। যদিও টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন কিউই এই ব্যাটসম্যান, তবে তার খুব কাছে চলে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।
আইসিসি বুধবার (২ আগস্ট) তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। অ্যাশেজের পঞ্চম টেস্টে দারুণ ব্যাটিংয়ের ফল পেয়েছেন জো রুট। ৮৫৯ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। আর শীর্ষে থাকা উইলিয়ামসনের রেটিং ৮৮৩।
এদিকে টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে বেশকিছু পরিবর্তন এসেছে। পঞ্চম অ্যাশেজে একদিকে বাজে পারফর্ম করেছে ট্রেভাস হেড ও মার্নাস লাবুশেন। তাদের জায়গা দখল করেছে স্টিভেন স্মিথ ও বাবর আজম।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন নবম স্থানে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এগিয়েছেন তার সতীর্থ জনি বেয়ারস্টো ও জ্যাক ক্রলি। তাদের অবস্থান যথাক্রমে ১৭ ও ২৯ অস্ট্রেলিয়ার উসমান খাজা এক ধাপ এগিয়ে এখন সাতে।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই জয় পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে তো ইনিংস ব্যবধানে হারিয়েছে তাদের। সেই টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন পাকিস্তানের আবদুল্লাহ শফিক। যার ফলে র্যাঙ্কিংয়ে তিনি দিয়েছেন বড় এক লাফ। এক লাফে ২৭ ধাপ এগিয়ে ২১তম স্থানে চলে এসেছেন তিনি।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। যদিও শীর্ষ দুই স্থান অবশ্য ধরে রেখেছেন যথাক্রমে অশ্বিন ও রাবাদা, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফর্ম করে দুই ধাপ এগিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিন নম্বরে উঠে এসেছেন এই ভারতীয় ক্রিকেটার। আর দুই ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে চারে থেকে টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজ সিরিজে মোট ২৩ উইকেট নেয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে আছেন দ্বাদশ স্থানে।
আর টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে দুইটি পরিবর্তন এসেছে। জো রুট একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন আর তার সতীর্থ ক্রিস ওকসও একধাপ এগিয়ে দশ নম্বরে উঠে এসেছেন। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিবের অবস্থান তিনে।