নয়াপল্টনে কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি একুশে বিডি।
দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে কারাদণ্ড দেয়ার রায় ঘোষণার পর নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের সামনেই ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় তিতুমীর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে কারাদণ্ড দেয়ার রায়কে দলের পক্ষ থেকে ফরমায়েশি বলে দাবি করা হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন দলের নেতাকর্মীরা।
বুধবার বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এই রায় জনগণ মেনে নেবে না। জনগণ রাজপথে নেমে এসেছে। এই রায় অবৈধ ও সরকারের ক্ষোভের প্রতিফলন।’
অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাদণ্ডের রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন তিন। সরকার প্রতিপক্ষবিহীন রাজনীতি করতে চাচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘এ রায় সরকারপ্রধানের নির্দেশে হয়েছে। আলোর গতিতে এ মামলা চালিয়ে রায় দেয়া হয়েছে। এ রায় ফরমায়েশি। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এ রায় দেয়া হয়েছে, যা বেগম জিয়ার বেলাতেও হয়েছে।’
বিএনপি এ রায় প্রত্যাখ্যান করছে জানিয়ে ফখরুল বলেন, এক মাসের মধ্যে মামলার কার্যক্রম চালিয়ে রায় দেয়াই প্রমাণ করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার প্রধানমন্ত্রীর প্রতিহিংসার প্রতিফলন ঘটেছে। তারেক ও জুবাইদার বিরুদ্ধে সাজার মাধ্যমে বিচার বিভাগকে দলীয়করণের আরও একটি নজির স্থাপন করা হলো।