রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
আগামী ৩ বছরের জন্য বরিশাল মহানগর ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন । মুফতি ফয়জুল করীম কে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত। বরিশাল সিটি নির্বাচনে জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবীতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম , বরিশাল সিটি মেয়র হিসেবে ঘোষণা চান তিনি । ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যে আমদানি নিষেধাজ্ঞা জারি করলো এনবিআর ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন বাস খাদে পড়ে ১৩ যাত্রী গুরুতর আহত বাংলা শুভ নববর্ষ , উদ্যাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কাশিপুর বাজারে বাস ট্রাক সংঘর্ষে ট্রাকের ড্রাইভার আহত। বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ মেলা

টাঙ্গুয়ার হাওড়ে বুয়েট শিক্ষার্থীসহ গ্রেফতার ৩২ জনের জামিন মঞ্জুর

গালিব মাহমুদ, একুশে বিডি।
  • প্রকাশিতঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮২ জন নিউজটি পড়েছেন

সুনামগঞ্জ জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনপ্রাপ্ত ছাত্রদের অভিভাবক ও আইনজীবীরা। ছবি সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড় থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেফতার ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুরে ১২টার দিকে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান সাদিক ওই ছাত্রদের জামিন মঞ্জুর করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আদালতের বিচারকের সামনে ৩২ জনের জামিন আবেদন করেন ওই ছাত্রদের নিজ নিজ আইনজীবীরারা। এ সময় আদালত ছাত্রদের অভিভাবক ও আইনজীবীদের কথা সময় নিয়ে শুনেন। এরপর আদালত আসামিদের অভিভাবকের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে সন্তুষজনক জবাব পেয়ে জামিন মঞ্জুর করেন। এ সময় তাদের প্রত্যেককে ৫০০০ টাকা মুচলেকার মাধ্যমে জামিন দেন আদালত।

আসামি পক্ষের আইনে তৈয়বুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত এ মামলার ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন।

এর আগে সোমবার (৩১ জুলাই) দুপুরে তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। বিকেলে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টাঙ্গুয়ার হাওড়ের পাটলাই নদীর পাড়ে অবস্থান করা শহীদুলের ইঞ্জিনচালিত নৌকা থেকে তাদের আটক করা হয়।

ওই ছাত্ররা হলেন: ইসলামী ছাত্রশিবিরের বুয়েট শাখার বাইতুল মাল সম্পাদক আফিফ আনোয়ার (২৪), তিনি চাঁদপুর জেলার মান্দারখিল গ্রামের আনোয়ারুল হকের ছেলে এবং বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটারোলিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বখতিয়ার নাফিস (২৪) টাঙ্গাইলের তক্তারচালা গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সাইখ সাদিক (২১) মাগুরা জেলার দরিশইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ইসমাইল ইবনে আজাদ (২১) নীলফামারী জেলার আবুল কালাম আজাদের ছেলে এবং বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

সাব্বির আহম্মেদ(২১) চাঁদপুর জেলার কাছিয়ারা গ্রামের সালেহ আহম্মদের ছেলে এবং বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র। তাজিমুর রাফি (২০) বাগেরহাট জেলার বারাকপুর গ্রামের শওকত আলীর ছেলে এবং বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র। মো. সাদ আদনান অপি (২২) চট্টগ্রাম জেলার আব্দুল কাঈয়ুমের ছেলে এবং ডিপার্টমেন্ট-বস্তু ও ধাতব কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। মো. শামীম আল রাজি (২০) জামালপুর জেলার পচাবহলা গ্রামের সেলিম সরকারের ছেলে এবং ডিপার্টমেন্ট-বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মো. আব্দুলাহ আল মুকিত (২৩) নঁওগা জেলার মো. আব্দুল কদ্দুছের ছেলে এবং যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মো. জায়িম সরকার (২১) শেরপুর জেলার খোয়ারপাড় গ্রামের ফজলুল হক শাহিনের ছেলে এবং শিল্প ও উৎপাদন কৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। হাইছাম বিন মাহবুব (২৫) ফেনী জেলার ছয়ঘরিয়া গ্রামের মো. মাহবুবুল হকের ছেলে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মাহমুদুর হাসান (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার জমাদারপাড়া গ্রামের নাইমুল হকের ছেলে এবং যন্ত্রকৌশল প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। খালিদ আম্মার (২১) সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের ওবায়দুল্লাহর ছেলে এবং আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মো. ফাহাদুল ইসলাম (২৩) রাজশাহী জেলার হরিপুর গ্রামের এন্তাজুল হকের ছেলে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

তানভির আরাফাত ফাহিম (২১) রাজশাহী জেলার জামিরা গ্রামের ওমর ফারুকের ছেলে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ টি এম আবরার মুহতাদী (২১) ঢাকা জেলার সাভার পৌর এলাকার এএফএম আনিছুর রহমানের ছেলে এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মো. ফয়সাল হাবিব (২০) পাবনা জেলার শিবরামপুর গ্রামের মাছুদুর রহমানের ছেলে এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আব্দুল বারি (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়লাভাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে।

আনোয়ারুল্লাহ সিদ্দিকী (২৮) খুলনা জেলার বয়রা গ্রামের সিদ্দিক হেলালের ছেলে এবং বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। মো. বাকি বিল্লাহ (২৮) বাগেরহাট জেলার সেকান্দার আলীর ছেলে এবং বুয়েটের সাবেক ছাত্র। মাহাদি হাসান (২৩) কুমিল্লা জেলার চিকুনীয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আলী আম্মার মৌয়াজ (২৫) নারায়ণগঞ্জ জেলার সাদিপুর গ্রামের এ এম এম মুছার ছেলে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্স করছে বুয়েটে। টি এম তানভির হোসেন (২৬) সিরাজগঞ্জ জেলার চড়িয়াউজির গ্রামের মো. হায়দার আলীর ছেলে।

মো. রাশেদ রায়হান (২৪) ভোলা জেলার রসুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। সাকিব শাহরিয়ার (২৩) নোয়াখালী জেলার চরজুবলী গ্রামের জালাল উদ্দিন চৌধুরীর ছেলে এবং নভাল আর্কিটেকচার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ফায়েজ উস সোয়াইব (২৪) নীলফামারী জেলার আমবাড়ি গ্রামের সুলতান আলীর ছেলে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আব্দুর রাফি (২৫) নওগাঁ জেলার গোয়ালগ্রাম গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আশ্রাফ আলী (২৫) চট্টগ্রাম জেলার পূর্ব বাকলিয়া এলাকার ইয়াকুব আলীর ছেলে।

মো. মাহমুদ হাসান (২৫) নরসিংদী জেলার চিনিসপুর গ্রামের মো. মোসাদ্দেক হোসেনের ছেলে। মো. এহসানুল হক (২৪) কুমিল্লা জেলার বিষ্ণুপুর গ্রামের ফজলুল হকের ছেলে। মাঈন উদ্দিন (২৪) চট্টগ্রাম জেলার গারাংগিয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। রাইয়ান আহম্মেদ সাজিদ (১৭) টাঙ্গাইল জেলার সখীপুর গ্রামের আবু হানিফের ছেলে। তানিমুল ইসলাম (১৫) বাগেরহাট জেলার বারাকপুর গ্রামের মো. হায়াত আলীর ছেলে। মো. আব্দুল্লাহ মিয়া (১৮) নীলফামারী জেলার সাতজান গ্রামের আবেদ আলীর ছেলে।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Saturday, 19th April, 2025
    SalatTime
    Fajr4:15 AM
    Sunrise5:33 AM
    Zuhr11:57 AM
    Asr3:24 PM
    Magrib6:22 PM
    Isha7:41 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102