প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে চীনের বিভিন্ন এলাকা। ছবি: রয়টার্স
চীনের রাজধানী বেইজিংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
বেইজিং আবহাওয়া অফিস বুধবার (০২ আগস্ট) জানিয়েছে, শনিবার (২৯ জুলাই) থেকে বুধবার সকালের মধ্যে শহরটিতে ৭৪৪.৪ মিলিমিটার (২৯.৩ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, শক্তিশালী টাইফুন ডকসুরির প্রভাবে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। টানা চারদিনের প্রবল বর্ষণে দেশটির উত্তরাঞ্চলে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন।
প্রতিবেদনে বলা হয়, একটানা কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাটসহ অসংখ্য ফসলি জমি ও স্থাপনা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট। বন্ধ রয়েছে রেলওয়ে স্টেশন।
এদিকে, জরুরি ভিত্তিতে ফোন পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় আটকেপড়াদের উদ্ধারে অভিযানে নামছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করেছে দেশটির সেনাবাহিনী। এসময় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গরম কাপড় পৌঁছে দেন তারা। এরই মধ্যে প্রায় ১ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল।
এদিকে, ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।