সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে কিশোর আব্দুর রহমানের মরদেহ উদ্ধারে পুলিশের তৎপরতা। ছবি সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) সকালে স্থানীয় ঘাটিনা রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান উল্লাপাড়ার গুচ্ছগ্রামের আলী আকবরের ছেলে।
নিহতের দাদা ঠান্ডু মিয়া জানান, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে আব্দুর রহমান এবং তার দুই বন্ধু জিহাদ (১৩) ও ফাহিম (১৫) ট্রেনে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে রাত ১১টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে রহমান বাড়ি ফিরে আসছি বলে ফোন করে বাড়িতে জানায়। তার পর থেকে কোনো যোগাযোগ ছিল না।
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় লোকজন ঘাটিনা রেলসেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মো. সুমন জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ রহমানের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতে ট্রেন থেকে পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।