প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা। ছবি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ চলছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে এই সমাবেশ শুরু হয়।
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের এ সমাবেশ।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই মিছিল, স্লোগান এবং ব্যানার ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে বক্স কালভার্ট রোড।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।