কপিল দেব। ছবি: সংগৃহীত
এক যুগ পর আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। এর আগে ২০১১ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করলেও, এবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে দুবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলটি। ভারতের ১০টি ভেন্যুতে এবারের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করা হবে। তবে নিজ দেশে খেললেও ভারতকে ভ্রমণ করতে হবে হাজার হাজার কিলোমিটার। আর তাতেই খেপেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার কপিল দেব।
অক্টোবরে ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। দশ ভেন্যুতে এবারের বিশ্বকাপ আয়োজন হলেও ভারত খেলবে নয় ভেন্যুতে। তবে ভারতে খেলা হলেও স্বাগতিক দলকে বেশ অনেকদূর পথ ভ্রমণ করতে হবে। কারণ, ভারত দেশটাই খুব বড়। ভারত যে ৯ ভেন্যুতে খেলবে তার হিসাব করলে দেখা যায়, ৮৪০০ কিলোমিটার ভ্রমণ করবে তারা।
ভারত প্রথম ম্যাচ খেলবে চেন্নাই-তে। তারপর তারা খেলবে দিল্লিতে। চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ১৭৬১ কিলোমিটার। বেশি ভেন্যু রাখার কারণে শুধু ভারত নয়, সব দেশকেই এমন বড়মানের ভোগান্তিতে পড়তে হবে। আর ভারতের এমন সূচি দেখে ক্ষুব্ধ কপিল দেব।
‘দ্য উইক’ সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে কপিল বলেন, ‘ভারতকে ১১ ম্যাচ (ফাইনালে উঠলে) খেলতে হবে। ভাবুন, ওদের কী পরিমাণ ভ্রমণ করতে হবে…এই সূচি কে বানিয়েছে?’
যেহেতু ভারত তাদের ম্যাচগুলো খেলার জন্য বেশ দীর্ঘ পথ ভ্রমণ করবে, তাই তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থার কথাও বলেছেন ৮৩-র বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ভারতের সূচিটা যে অসামঞ্জস্যপূর্ণ তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কপিল।
তিনি বলেন, ‘আপনাকে ধর্মশালা থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে কলকাতায় যেতে হবে…নয়টি আলাদা জায়গায়। বিসিসিআইয়ের উচিত খেলোয়াড়দের ভ্রমণের জন্য চার্টার্ড বিমানসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা।’