বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো আলাপ হয়নি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের ছাড়াও বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।
কাদের বলেন,
‘সংলাপ, কেয়ারটেকার, কমিশন বিলুপ্তি বা সংসদ বিলুপ্তি সংক্রান্ত কোনো কথা হয়নি পিটারের সঙ্গে। আমরা বলেছি, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক ফসল, গণতন্ত্রকে রক্ষা করাও দলটির দায়িত্ব।’
তিনি বলেন, তারা বিবেকের চাপে আছেন, সে কারণেই তারা সুষ্ঠু নির্বাচন করবেন, আর কোনো চাপে নেই সরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের রায় নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে কাদের বলেন, বিরোধী দল বলেই তারা বলেছে ফরমায়েশি রায়। যেহেতু বিরোধী দল, তাই বিরোধী কথা বলাও তাদের দায়িত্ব। তাই বিএনপি এমন কথা বলেছে।
এদিকে, বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র এ দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন কমিশনসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন,
যুক্তরাষ্ট্র সংঘাতমুক্ত নির্বাচন চায়। শান্তিপূর্ণ নির্বাচন করতে সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, মিডিয়ার ভূমিকা রয়েছে। তবে, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের রাজনৈতিক দলগুলো।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে।