মরদেহের প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল খায়ের (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।
মৃত আবুল খায়ের যশোরের কোতোয়ালির নীলগঞ্জ সাহাপাড়া গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে পোস্তগোলা কুলিবাগান এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ভাই মফিজুর রহমান জানান, আবুল খায়ের ভ্যানে করে মালামাল পরিবহন করতেন। পোস্তগোলা থেকে লোহার প্লেট নিয়ে যাত্রাবাড়ীতে যাচ্ছিলেন। পথে চন্দনকোঠা শেখপাড়ায় হানিফ ফ্লাইওভার ব্রিজের নিচে নড়াইল এক্সপ্রেস নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।