সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী জানান, বৈঠকে সারাহ কুক বলেছেন, সামনে নির্বাচন, তিনি একটা গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে এসেছেন।
আনিসুল হকও তাকে জানিয়েছেন যে সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তারেক রহমানের রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাকে ফেরানোর প্রসঙ্গে বৈঠকে কোনো আলোচনা হয়নি।