অ্যাডভোকেট কামরুল ইসলাম। ফাইল ছবি
বিএনপি-জামায়াত বিদেশিদের এদেশে ডেকে এনেছে। আর এখন বিদেশিরা শিষ্টাচারের বাইরে গিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের এক সভায় এ কথা বলেন তিনি।
কামরুল বলেন, ৭ তারিখ ১৪ দলের শুধু সমাবেশ হবে, তাই নয়; এখন থেকে নিয়মিত সমাবেশ করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, বিএনপি সন্ত্রাসী কার্যক্রম করছে। তারা নৈরাজ্য সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ কঠিন সময় আমাদের অস্তিত্বের প্রশ্ন। বিদেশি শক্তি ও পাকিস্তানি অপশক্তি যেভাবে আমাদের উপর চড়াও হচ্ছে এদের প্রতিহত করতে হবে।
আমাদের একদফা, এদেরকে হঠাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।