অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদ (৪০)। ছবি
দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকার পর এবার র্যাবের হাতে গ্রেফতার হলেন অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদ (৪০)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।
গ্রেফতার হওয়া মুর্শিদ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে।
র্যাব জানায়, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সালে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় আসামি মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
এরপর আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর কয়েক মাস আগে দেশে ফিরেন মুর্শিদ।
র্যাবের কোম্পানি কমান্ডার এম. এম সবুজ রানা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদকে গ্রেফতারে করতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে সদর থানা এলাকায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে মুন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।