ছবি: সংগৃহীত
শহর-গ্রাম সব জায়গায় বাড়ছে ডেঙ্গু। এক সময় ডেঙ্গুর আতঙ্ক রাজধানীতে হলেও এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে এটি। জেলায় জেলায় বাড়ছে রোগী ও মৃতের সংখ্যা।
ময়মনসিংহ
সবশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে নতুন করে ২৭ জনসহ মোট ১৮২ জন রোগী ভর্তি আছেন। রোগীর চাপ সামলাতে আলাদা ইউনিট চালু করা হলেও বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এমন অবস্থায় বিপাকে পড়ছেন রোগী ও চিকিৎসকরা।
হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, একদিকে আতঙ্ক, অন্যদিকে সেবা না পাওয়ার অনিশ্চয়তা তাদেরকে অনেক বেশি বিষাদগ্রস্ত করে তুলছেন। কোনো রকমে হাসপাতালের বারান্দায় টিকে থাকতে হচ্ছে। প্রতিনিয়ত সেখানে যোগ হচ্ছে নতুন রোগী।
অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপে কিছুটা দিশেহারা চিকিৎসকরা । এ ছাড়াও পরীক্ষায় ত্রুটিজনিত কারণে প্রথমে ডেঙ্গু ধরা পড়ছে না বলেও জানান তারা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ফরহাদ হোসেন হীরা বলেন, একবারের পরীক্ষাতে অনেকের ডেঙ্গু ধরা পড়ছেনা, একাধিকবার পরীক্ষা করতে হচ্ছে। সব ধরণের পরীক্ষা করেই নিশ্চিত হতে হচ্ছে।
বরিশাল
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন। চিকিৎসাধীন রয়েছেন ২০৭ জন। বিভাগের ৬ জেলার হাসপাতালে নতুন করে ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮৬১জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের।
ফেনী
ফেনীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ জন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে ৪৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই জেলায় শনাক্ত হয়েছে। এদের অনেকেই জেলার বাইরে না গিয়েও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।