রানি দ্বিতীয় এলিজাবেথ (ফাইল ফটো)
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৮ সেপ্টেম্বর। তবে দিনটি উপলক্ষে কোনো আয়োজন বা অনুষ্ঠান করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। খবর এনডিটিভির।
শুক্রবার (৪ আগস্ট) বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন রাখছেন না রাজা। ঘরোয়াভাবেও কোনো আয়োজন করবেন না তিনি। মায়ের মৃত্যুর দিনটি অত্যন্ত নিভৃতে কাটাবেন রাজা তৃতীয় চার্লস।
বছরের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি)। মৃত্যুর আগে তিনি ছিলেন যুক্তরাজ্য এবং আরও ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানি। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস।