আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় দুষ্কৃতকারী আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
শেখ সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে দুষ্কৃতকারী আছে। আমার কাছে প্রমাণ আছে, কিন্তু বলছি না। প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। আরো সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, বাঙালির চেয়ে বিশ্বাসঘাতক আর কোনো জাতি হতে পারে না। ডালিম বঙ্গবন্ধুর স্ত্রীকে মা ডেকেছে। এই ষড়যন্ত্র দীর্ঘ মেয়াদী ষড়যন্ত্র। হুদা কামালকে প্রথম গুলি করেছে।
আওয়ামী লীগের ভেতরে এখনও ষড়যন্ত্রের বিষ আছে দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান।
শেখ সেলিম বলেন, ‘বাঙালিরা বড় পরশ্রীকাতর। জিয়া-মোশতাক এক চক্রের লোক। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সেনাবাহিনীর উপরস্থ সবাই জড়িত। তা নাহলে ২০০ আর্মির কাছে দেড় লাখ আর্মি আত্মসমর্পণ করতো না। বাঙালির বংশ অবিশ্বাসীর বংশ।’
`এখনো সেই ষড়যন্ত্রকারীরা বিশ্বের বিভিন্ন দেশে আছে। এখন মানবতার কথা বলে। এই ষড়যন্ত্র যারা করছে টাকাটা আসে কোথা থেকে? বেশি খেললে ফাউল বেশি হয়। ফাউলে আউট হয়ে যাবে,’ যোগ করেন শেখ সেলিম।
ভোগ ছেড়ে ত্যাগের দিকে আসার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দরকার ঐক্য। মুখ দেখে কমিটি না করে আনুগত্য ও অতীত দেখে করা উচিত। কমিটি করতে টাকা লেনদেন হতে পারবে না।
এদিকে গত বুধবার (২ আগস্ট) রংপুর আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে প্রয়োজন হলে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তিনিও অকাতরে জীবন বিলিয়ে দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাবা, মা, ভাই সব হারিয়েছি। বাংলাদেশের ও বাংলাদেশের জনগণই তো আমার সংসার। আপনারাই আমার আপনজন। আপনাদের মাঝে খুঁজে পাই আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ। যদি প্রয়োজন হয় এ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতেও আমি প্রস্তুত।’