মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় খামারির ক্ষতিগ্রস্ত বসতঘর। ছবি সংগৃহীত
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে এক খামারির বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
শুক্রবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তৌফিক আকন সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ভুক্তভোগীরা জানান, পূর্বশত্রুতার জেরে পশ্চিম রঘুরামপুর গ্রামের গরু খামারি তোতা আকনের সঙ্গে প্রতিবেশী তৌফিক আকনের বিরোধ চলছিল। এরই জেরে তৌফিক আকনের নেতৃত্বে শাহীন আকন, লুৎফর আকন, ফরহাদসহ বেশ কয়েকজন তোতা আকনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরের আসবাব ভাঙচুর ও আলমারি থেকে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তোতা আকনের স্ত্রী রাশিদা বেগম বলেন, ‘তৌফিক আকন লোকজন নিয়ে হামলা চালিয়ে আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। আমরা উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ চাই।’
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান তৌফিক আকন বলেন, ‘তোতা আকনের বসতঘরে হামলার ঘটনা খুবই দুঃখজনক। আমি কিংবা আমার পরিবারের লোকজন এ হামলার ঘটনায় জড়িত নই। হামলার খবর পেয়ে আমি তোতা আকনের বাড়িতে গিয়ে দেখা করে এসেছি। যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।’
মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. নাসির উদ্দিন জানান, খামারির পরিবারে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।