আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পূর্ণ হওয়ায় ফেসবুকে এ ছবিটি শেয়ার করেছেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পূর্ণ হয়েছে সাকিব আল হাসানের। ২০০৬ সালের এই দিনে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল তার। পরের গল্পটা তো সবার জানা, সাকিব বনে গেছেন বিশ্বের সেরা অলরাউন্ডারে।
২০০৬ সালের ৬ আগস্ট। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হয়েছিল চওড়া চোয়ালের এক ছেলের। যে কি না এখন বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন, পদচিহ্ন রাখছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
অভিষেক ম্যাচে বল হাতে এক উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৩০ রান করেছিলেন সাকিব। ৩২ বল হাতে রেখে বাংলাদেশ ওই ওয়ানডে ম্যাচ জিতে ৮ উইকেটে। একই বছরের ২৮ নভেম্বর টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয় সাকিবের। প্রথম টেস্ট ম্যাচ খেলেন পরের বছরের ১৮ মে।
দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬৬ টেস্ট, ২৩৫ ওয়ানডে ও ১১৭টি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। তিন ফরম্যাটে ১৪ হাজার ৪৭ রান ও ৬৭৮টি উইকেট নিয়েছেন তিনি। তার মতো ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের যুগলবন্দী নেই আর কারো।
তিন ফরম্যাটে মধ্যে টেস্টে ৪ হাজার ৪৫৪ রান ও ২৩৩ উইকেট, ওয়ানডেতে ৭ হাজার ২১১ রান ও ৩০৫ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৮২ রান ও ১৪০টি উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সাকিবই সর্বোচ্চ উইকেটশিকারি। ১৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি।