বিশ্বকাপ থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ছবি: দ্য গার্ডিয়ান
নারী ফুটবল বিশ্বকাপে গত ৩২ বছরের ইতিহাসে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। ফেবারিটের তকমা নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান আসরেও পাড়ি দিয়েছিল তারা। কিন্তু শেষ ষোলোর লড়াইয়ে টাইব্রেকারে হতাশার হারে বিদায় নিতে হলো ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
মেলবোর্নে রোববার (৬ আগস্ট) সুইডেনের বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
নারী ফুটবলের পরাশক্তি যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে শুরু হওয়া বিশ্ব আসর থেকে দাপট দেখিয়ে আসছে তারা। প্রথম আসরেই ফিফা বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে মার্কিনীরা। সবশেষ দুই আসরেও টানা চ্যাম্পিয়ন তারা। সব মিলিয়ে আগের ৮ আসরের মধ্যে চার বারই চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।
এবারও তারা ফেবারিটের তকমা নিয়ে হাজির হয়েছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজিত ফিফা নারী বিশ্বকাপে। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই রাউন্ড অব সিক্সটিনে পা রাখে তারা। কিন্তু তাদের হ্যাটট্রিক শিরোপার পথে এগোতে দেয়নি সুইডেন।