শাইন লাইক অ্যা ডায়মন্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এশিয়ান পেইন্টস। ছবি: এশিয়ান পেইন্টস
শাইন লাইক অ্যা ডায়মন্ড’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট ম্যানুফেকচারার এশিয়ান পেইন্টস।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি।
এশিয়ান পেইন্টস জানায়, শাইন লাইক অ্যা ডায়মন্ড প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এক বর্ণিল আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে ডায়মন্ডের পুরস্কার হস্তান্তর করা হয়।
শাইন লাইক অ্যা ডায়মন্ড প্রতিযোগিতার প্রথম বিজয়ী জিতে নিয়েছেন হীরার নেকলেস। দ্বিতীয় থেকে ২০তম বিজয়ী জিতে নিয়েছেন ডায়মন্ডের নানা পুরষ্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজমেন্ট টিমের হেড নাজমুল হুদা নাঈম, ‘শাইন লাইন অ্যা ডায়মন্ড কনটেস্ট’ এর বিজয়ীরাসহ আরও অনেকে।
এশিয়ান পেইন্টসের রয়্যাল লাক্সারি ইমালশন শাইন ব্যবহার করে গৃহসজ্জাকে আরও নান্দনিক করে তুলতে ও অনুপ্রাণিত করতে বাংলাদেশজুড়ে গ্রাহকদের এই ক্যাম্পেইনে আমন্ত্রণ করা হয়েছিল। এই উদ্যোগে অংশগ্রহণ করেন ৪০০ জনেরও বেশি প্রতিযোগী।
উল্লেখ্য, চলতি বছরের মে থেকে জুন মাস পর্যন্ত যেসব গ্রাহক এশিয়ান পেইন্টসের রয়্যাল লাক্সারি ইমালশন শাইন ব্যবহার করেছেন তাদের মধ্য থেকে বেছে নেয়া হয় সেরা ২০ বিজয়ীকে।