র্যাবের হাতে আটক দুই মাদক কারবারী। ছবি সংগৃহীত
বরগুনার পাথরঘাটা থেকে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব। গ্রেফতার তিনজনের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী।
রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগণ্ডা এলাকার জমির আলীর ছেলে মো. রফিক বিহারী (৩০), তার স্ত্রী হাজেরা বেগম (২৬) এবং একই এলাকার মরহুম পনু মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৪)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকায় র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মো.নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। এসময় ঢাকা থেকে বরগুনায় আসা একটি লঞ্চ থেকে কাকচিড়া লঞ্চ ঘাটে নামা তিন যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি করে র্যাব। এসময় তাদের কাছে ১২ কেজি গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, গাঁজাসহ আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।