উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলজুড়ে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রোববার (৬ আগস্ট) ভোর থেকে বরিশালে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়। এদিন গুরুত্বপূর্ণ কাজ ছাড়া লোকজনকে বাইরে বের হতে দেখা যায়নি। নগরের অধিকাংশ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানায়, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৭০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত।
তিনি জানান, আষাঢ় মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় শ্রাবণ মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এই পরিস্থিতি পরবর্তী ৪৮ ঘণ্টা বিরাজ থাকার সম্ভাবনা রয়েছে।