সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুদক সচিব মাহবুব হোসেন (ফাইল ছবি)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন বলেছেন, দুদকের কার্যক্রম কিভাবে চলে, আইন, বিধি বিধান সম্পর্কে ধারণা নিয়েছেন মার্কিন প্রতিনিধিদল।
রোববার (৬ আগস্ট) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউয়ের সঙ্গে বৈঠক করেন দুদক সচিব।
বিকেল ৩টা ৪০ মিনিটে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদক প্রধান কার্যালয়ে আসেন। পরে প্রতিনিধি দলটি দুদক সচিবের কক্ষে বৈঠক করেন।
বৈঠক শেষে দুদক সচিব বলেন, শুধু নির্দেশনা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়নি, পারস্পরিক তথ্য আদান প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে জানা যাবে।
তিনি বলেন, ‘আজকে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। নির্বাচন বা রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়নি। টাকা পাচার বিষয়ে সহযোগিতা কীভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’