এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে চার-পাঁচজনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (৭ আগস্ট) বিকেলে তাদের পুলিশি হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছে শাহবাগ থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সড়কে নামলে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের বারবার অনুরোধের পরও শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাচ্ছিল না। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক না ছাড়লে সোয়া ৪টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয় এবং চার থেকে পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়। বারবার শিক্ষার্থীদের বলার পরও তারা সড়ক ছেড়ে যাচ্ছিল না। একপর্যায়ে তাদের সড়ক ছাড়তে বাধ্য করা হয়। এবং তাদের চার পাঁচজনকে থানায় নিয়ে আসা হয়।
তাদের আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাউকেই আটক করা হয়নি। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রত্যেকের অভিভাবকদের ফোন করা হয়েছে এবং তারা আসছেন থানায়, তারা এলে প্রত্যেকেই তাদের অভিভাবকের কাছে তুলে দেয়া হবে।
এর আগে দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন তারা।
তাদের দাবিগুলো হলো:
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেয়া যাবে না।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দিতে হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।