প্রধানমন্ত্রীর কার্যালয়ে কথা বলছেন মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ছবি: ভিডিও থেকে নেয়া
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এবার তিন জেলায় ২২ হাজার ১০১টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (৯ আগস্ট) ১ লাখ ১৫ হাজার মানুষ একযোগে নতুন ঘরে উঠতে পারবেন।
সোমবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
মুখ্য সচিব বলেন, আগামী বুধবার (৯ আগস্ট) খুলনার তেরখাদার বারাসাত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২২ হাজার ১০১টি পরিবার নতুন ঘর পাবেন। ৬ষ্ঠ বারের মতো এই গৃহ বিতরণ কর্মসূচির ফলে ১ লাখ ১৫ হাজার মানুষ নতুন ঘরে উঠবেন।
এ সময় তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুর্নবাসিত হয়েছেন ২৮ লাখ মানুষ।
দেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৪ হাজার একর জমি। উপকারভোগীর সংখ্যা ও পুনর্বাসন পদ্ধতি বিবেচনায় আশ্রয়ণ প্রকল্প বিশ্বের বৃহত্তম সরকারি পুনর্বাসন কর্মসূচি বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।