সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ছবি
অনুমোদনহীন শাখা ও এজেন্ট ব্যবহার করে ব্যবসা বন্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০২৩ (সংশোধন) খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বেঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, এর আগেও একটি আইন আছে। সেই আইনের কয়েকটি ধারা এখানে সংশোধন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অভিবাসন কার্যক্রমের সঙ্গে আমাদের আনঅফিসিয়াল একটি গ্রুপ জড়িত থাকে। যাদের কোনো কাঠামোর মধ্যে আনা যাচ্ছিল না। তাদের ম্যানেজ কিংবা রেগুলেট করাও যাচ্ছিল না। এখন তাদের সাব-এজেন্ট কিংবা প্রতিনিধি হিসেবে সংজ্ঞায়িত করা হবে। এতে তারা কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির আওতায় আসবেন।
এ আইনের ফলে তারা একটি সুনির্দিষ্ট বিধির আওতায় চিহ্নিত এবং নিবন্ধিত থাকবেন। তাদেরকে এখন রেগুলেটরি ফ্রেমওয়ার্কে নিয়ে আসা হবে। এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ থাকবে, এখনকার আইনে সেসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলা আছে। কিন্তু নতুন আইনে বিশ্বাসযোগ্য মাত্রায় অভিযোগ থাকলে লাইসেন্স বাতিল না, সাময়িক স্থগিত করা যাবে।
সচিব বলেন, এ আইনে কিছু শাস্তির ব্যবস্থাও রয়েছে। যদি কেউ অনুমোদনহীন শাখা বা এজেন্ট নিয়োগ করে ব্যবসা পরিচালনা করে, তখন তাদের শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে।