বার্বি দেখার পর থিয়েটারের বাইরে ছেলের সঙ্গে জাস্টিন ট্রুডো। ছবি: জাস্টিন ট্রুডোর ইন্সটাগ্রাম থেকে
ছেলে জেভিয়ারের সঙ্গে বার্বি সিনেমা দেখেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। থিয়েটারে সিনেমা দেখার পর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন ট্রডো।
সোমবার (৭ আগস্ট) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
ইন্সটাগ্রাম পোস্টের ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে বার্বি সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘আমরা বার্বি দল’।
সিনেমাটি দেখার জন্য বাবা-ছেলে দুজনেই ‘বার্বি পিঙ্ক’ পোশাক পরেছেন। ট্রুডো পরেছেন একটি হুডি। আর জেভিয়ার পরেছে টি-শার্ট।
গত বুধবার (২ আগস্ট) ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো-সোফির ঘোষণা অনুযায়ী, তারা আইনানুযায়ী আলাদাভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিচ্ছেদের পরও তারা পরিবারের মতোই থাকবেন। ট্রুডো ও সোফি তাদের সন্তানদের নিরাপদ, ভালোবাসা ও সহযোগিতাপূর্ণ পরিবেশে বড় করে তুলবেন। এছাড়া যেকোনো ছুটির দিনে তারা একত্রিত হবেন।
২০০৫ সালে বিয়ে হয় ট্রুডো ও সোফির। ৫১ বছর বয়সী ট্রুডো ও ৪৮ বছর বয়সী সোফি দম্পতির সংসারে তিনটি সন্তান রয়েছে।