ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটক। ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী রমিজ হাসান জানান, সকালে মাতুয়াইল ফুটওভার ব্রিজের নিচে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে চিকিৎসার জন্য মাতুয়াইলে একটি হাসপাতালে নিয়ে যান তিনি। খবর দেয়া হলে স্বজনরা তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কোন যানবাহনের সাথে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি।
নিহতের মেয়ে জামাই শফিকুল ইসলাম জানান, তাদের বাসা যাত্রাবাড়ী মাতুয়াইল আদর্শনগর এলাকায়। তার শ্বশুর মুক্তিযোদ্ধা। বিভিন্ন সংগঠনে ঘুরে বেড়াতেন। গতকাল সারা দিন তিনি গুলিস্তানে ছিলেন। ধারণা করা হচ্ছে, ভোরে তিনি সেখান থেকে মাতুয়াইলের বাসায় ফিরছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।