চলতি বছরের জুনে রাশিয়া থেকে সবচেয়ে কম দামে অপরিশোধিত তেল কিনছে ভারত। ছবি: ব্লুমবার্গ
ইউক্রেন যুদ্ধ শুরুর পর চলতি বছরের জুন মাসে রাশিয়া থেকে সবচেয়ে সস্তায় অপরিশোধিত তেল কিনেছে ভারত।
ব্লুমবার্গের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত এক বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ সময়ের মধ্যে চলতি বছরের জুনে রাশিয়া থেকে সবচেয়ে কম দামে অপরিশোধিত তেল কিনেছে ভারত।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বলছে, জুনে ফ্রেইট খরচসহ প্রতি ব্যারেল রাশিয়ার তেলে দাম পড়েছে ৬৮ দশমিক ১৭ ডলার। যা মে মাসে ছিল ৭০ দশমিক ১৭ ডলার। আর এক বছর আগে ছিল ১০০ দশমিক ৪৮ ডলার। এটি মস্কোর ওপর আরোপিত পশ্চিমা দেশগুলোর নির্ধারিত ক্যাপ ৬০ ডলার থেকে বেশি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সস্তা অপরিশোধিত তেলের সবচেয় বড় ক্রেতা হয়ে উঠেছে চীন ও ভারত। তবে কেপলারের তথ্য অনুসারে, গত দুই মাসে ভারতের তেল আমদানি কমেছে। আর অপেক প্লাসের তেল রফতানি কমানোর সিদ্ধান্তের কারণে আগস্টে দেশটির আমদানি আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।
তবে অক্টোবরে দেশটির তেল আমদানির হার বাড়তে পারে বলে মনে করছে বিশ্লেষকরা সংস্থাটি।
ভারতের সরকারি তথ্য বলছে, জুনে ইরাক থেকে আমদানি করা অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের গড় মূল্য ছিল ৬৭ দশমিক ১০ ডলার। যেখানে সৌদি আরব থেকে আরও বেশি দামে তেল কিনেছে ভারত। দেশটি থেকে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল কিনতে গড়ে ৮১ দশমিক ৭৮ ডলার ব্যয় করেছে দেশটি।
কেপলারের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, জুলাইয়ে রাশিয়ান ফেডারেশন থেকে দৈনিক ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। জুনেও একই পরিমাণ তেল আমদানি করে দেশটি; আর মে মাসে দৈনিক ২ দশমিক ২ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আমদানি করা হয়েছিল।
ভারত সাধারণত ফ্রেইট খরচ, বীমা এবং অন্যান্য বিবিধ খরচসহ সরবরাহের ভিত্তিতে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে থাকে। এতে তেল আমদানিতে পরিবহনের সব ধরনের লজিস্টিক ব্যয় এবং ঝুঁকি বিক্রেতাকে বহন করতে হয়। এক্ষেত্রে সেই অপরিশোধিত তেলের দাম পশ্চিমাদের ক্যাপমূল্যের নিচে হোক বা উপরে হোক, এ রীতিতেই ভারতে তেল রফতানি করে থাকে রাশিয়া।
প্রসঙ্গত, ভারত তাদের মোট তেল চাহিদার ৮৮ শতাংশই আমদানি করে মিটিয়ে থাকে।