স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
সারা দেশে ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গু রোগের ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর কোনো ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। আবিষ্কারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেঙ্গুর কোনো ভ্যাকসিনের অনুমোদন দিলে তখন আনার ব্যবস্থা করা হবে।
সোমবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রাণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
ডেঙ্গু চিকিৎসায় ঢাকায় মোট ৩ হাজার শয্যা প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি যেমনই হোক, সরকার এটি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেবে। বিগত বছরগুলোর তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে। সারা দেশে এখন ভর্তি আছে ৯ হাজার রোগী। এ ছাড়া এ বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩১৩ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ২০২২ সালের এই সময়ে যেখানে মাত্র দেড় হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৬ হাজার ৭৩২ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩১ হাজার ১৩১ জন।
মশা নিয়ন্ত্রণে পৌরসভা ও সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে রোগী যেহেতু বাড়ছে তাদের তৎপরতা আরও বাড়ানো দরকর।