অধিকৃত পশ্চিমতীরের জেনিনের কাছে যে স্থানে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে, সেখানে জড়ো হন অনেক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স
আবারও রক্ত ঝরল অধিকৃত পশ্চিমতীরে। রোববার (০৬ আগস্ট) জেনিন শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িতে থাকা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তারা হামাসের সদস্য বলে দাবি ইসরাইলের।
ইসরাইলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের প্রাণ যাওয়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার জেনিন শরনার্থী শিবিরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। গাড়িতে থাকা তিন ফিলিস্তিনি গুলিতে নিহত হন।
স্থানীয় গণমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্কের দাবি, গাড়িটি লক্ষ্য করে ১শ’ রাউন্ডের বেশি গুলি ছোড়ে ইসরাইলি সেনারা।
তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ইসরাইলি বাহিনী। তাদের দাবি, ওই ফিলিস্তিনিরা ‘সন্ত্রাসী হামলা’ চালাতে যাচ্ছে বলে তাদের কাছে খবর ছিল। এজন্য তাদের ‘নিষ্ক্রিয়’ করতে গুলি করা হয়। দলটি হামাস নিয়ন্ত্রিত বলেও দাবি তাদের। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে গাজার হামাস শাখার মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছেন, তারা এই মৃত্যু বৃথা যেতে দেবেন না। এর প্রতিশোধ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
চলতি বছর ২শ’র বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরাইল বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। গত কয়েকমাসে জেনিন শরণার্থী শিবিরেই বেশ কয়েকবার অভিযান চালানো হয়। দুই দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় গত জুন মাসে। এতে একদিনেই ১২ ফিলিস্তিনি নিহত হন।